সিলেট পাসপোর্ট অফিসের হালচাল : জন হয়রানির আরেক নাম পুলিশ ভেরিফিকেশন

বিশেষ প্রতিবেদন : সিলেটের বিদেশযাত্রীদের হয়রানির ঘটনা পাসপোর্ট অফিস থেকে শুরু করে নগর পুলিশের কার্যালয়েও ঘটছে। পুলিশ রিপোর্ট, পুলিশ ভেরিফিকেশনসহ ড্রাইভিং ভেরিকেশনের জন্য দালাল ধরে নথি জমা দিতে হয়। দালালদের কাছ থেকে পাওয়া নথি পুলিশ ৮-১০ দিনের মধ্যেই করে দেয়। দালালরা নথি প্রতি উৎকোচ দিচ্ছে। বিপত্তি ঘটে যখন কেউ নিজে নিজে নথি জমা দেন। তখন নানা ত্রুটির অজুহাতে পুলিশ আবেদনকারীকে জিম্মি করে ঘুস আদায় করে। পুলিশ টাকা পেলে রিপোর্ট দেয় পজেটিভ (ভালো) , টাকা না পেলে নেগেটিভ (খারাপ)। অনুসন্ধানে দেখা গেছে, গত ২৬ সেপ্টেম্বর শাহপরাণ থানাধীন মুক্তিরচকের মুরাদপুরের মো. আরিফ … Continue reading সিলেট পাসপোর্ট অফিসের হালচাল : জন হয়রানির আরেক নাম পুলিশ ভেরিফিকেশন